দেশে এখনই লকডাউন নয়-স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা বিশ্বে ওমিক্রনের বিস্তার ঘটছে খুব দ্রুত। পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশে ছরিয়ে পরেছে করোনার নতুন এ ধরন। দেশে দেশে এর বিস্তার রোধে নেয়া হচ্ছে বিভিন্ন সতর্কবস্থা । দেশে ওমিক্রন নিয়ে সরকার উদ্বিগ্ন হলেও এখনই লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Islami Bank

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া ওমিক্রন ইস্যুতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

one pherma

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া , তথ্য সচিব মো. মকবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা ।

উক্ত বৈঠকে মাঠ পর্যায় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে ১০ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

Contact Us