খুশির খবর দিল মাহি

বিনোদন ডেস্ক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহিয়া মাহি। তার হাতে ক্যানোলা লাগানো। তবে অসুস্থতার মাঝেও বেশ খুশি ও আনন্দ তার চোখে মুখে। এর নেপথ্যে একটি খুশির খবর, নায়িকা মাহি মা হচ্ছেন। তবে ফোনে পাওয়া যাচ্ছে না বাবাকে (রাকিব)। সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টায় নিজের ফেসবুকে মাহি লেখেন, আমি সেই স্পর্শ অনুভব করতে পারছি। আমি তোমাকে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি।

Islami Bank

ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন নায়িকা মা হতে চলেছেন। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। এই বিষয়ে নিশ্চিত হতে ৩ জানুয়ারি মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাড়া মেলেনি।

এই পোস্ট দিয়ে যেন মা হওয়ার আভাসটির পূর্ণাঙ্গতা দিলেন মাহি। তিনি যেন তার শরীরে বেড়ে উঠা নতুন কোনো প্রাণের স্পর্শের কথাই বললেন, যাকে তিনি ঘুমন্ত দেখতে পাচ্ছেন। এই বোধ ও অনুভব মাতৃত্বের, যা নারীর জীবনে স্বর্গলাভের আনন্দ বয়ে আনে।

one pherma

এর আগে তবে ২ জানুয়ারি পোস্ট করা এসব ছবির চেয়েও নেটিজেনদের নজরে বেশি এসেছে মাহির ক্যাপশন। যেখানে তিনি লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর মাহি বিয়ে করেছেন রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে। এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে। তবে বিয়ের পরের সময়টা বেশ উপভোগ করছেন মাহি। স্বামীকে নিয়ে সম্প্রতি ওমরাহ করে এসেছেন। ফিরেছেন কাজেও। সঙ্গে দেখা যায় স্বামীকে।

ইবাংলা / নাঈম/ ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us