ভোটার না, এজেন্টরাই সিল মারছেন

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের আশুলিয়ার কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নৌকার এজেন্টকে সিল মারার দৃশ্য দেখা গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাবালে নুর বিদ্যা নিকেতন ভোট কেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে।

Islami Bank

এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট জমির আলী বলেন, সকাল থেকে ভালভাবেই ভোট গ্রহণ চলছিল। কিন্তু দশটার দিকে এক ব্যক্তি এসে বলে দেয় নৌকার ভোট ওপেন হবে। এর পর থেকেই নৌকার পোলিং এজেন্ট জিয়া ভোটারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নিজেই সিল মারছেন। পরে পুলিশ এসে বন্ধ করে দেন।

one pherma

এব্যাপারে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বলেন, এধরনের কোন ঘটনা ঘটেনি। সামান্য জটলা সৃষ্টি হযেছিল তা নিয়ন্ত্রণে নেয়া হয়েছিল। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমি অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছি। সাথে সাথেই তা বন্ধ করেছি। আপনারা চাইলে ভিতরে গিয়ে দেখতে পারেন।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us