প্রাসাদে থাকা হরিণের হামলায় প্রাণ গেল সেনা সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক

প্যারাগুয়ের প্রেসিডেন্টের জন্য উপহার দেওয়া হয়েছিল হরিণটি। প্রাসাদের বাগানে অন্যান্য বন্যপ্রানির সঙ্গেই ছিল হরিণটিও। কিন্তু সে মায়াবী চোখের লাজুক হরিণটিই যে এমন আক্রমনাত্বক হয়ে উঠবে তা ভাবতে পারেনি ভিক্টর। হরিণের হামলায় প্রাণ গেছে সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্য সার্জেন্ট ভিক্টর আইসাসি।

Islami Bank

দেশটির সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে, নিহত সেনা সদস্য ভিক্টর আইসাসি, (বয়স ৪২) হরিণের শিংয়ের আঘাতে সৃষ্ট ক্ষতের কারণে মৃত্যুবরণ করে। হরিণটাকে সাধারণত অন্য বন্য প্রাণীদের সঙ্গে আলাদা রাখা হতো এবং মানুষের সংস্পর্শে আসার কথা না তার।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ভিক্টর উরদাপিলেটা বলেন, সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় প্রেসিডেন্ট প্রাসাদের যেখানে এ ধরনের প্রাণীদের রাখা হয় সার্জেন্ট ওই এলাকায় প্রবেশ করছেন। সেখানে ঢুকে তিনি নড়াচড়াও করেন। এতেই হরিণটা আক্রমনের জন্য প্রস্তুত হয়। মঙ্গলবার সকালের দিকে যখন ঘটনাটা ঘটে তখন নিহত সৈনিক আইসাসি ডিউটিতে ছিলেন বলেও জানান তিনি।

one pherma

প্যারাগুয়ের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়াইল্ডলাইফের পরিচালক ফ্রেডরিক বাউয়ের স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এ হরিণটা ভারত থেকে আনা একটা চিত্রা হরিণ ছিল। প্রেসিডেন্ট আব্দো বেনিতেজের সরকারি বাসভবনের ২৪ একরের বাগানে এই হরিণ ছাড়াও আরও অনেক বন্যপ্রাণী রাখা হয়েছে।

ইবাংলা / টিপি /৫ জানুয়ারি

Contact Us