বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১৭ আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য রাড়খণ্ডে ১৭ জন নিহত হয়েছেন, এতে আহত আরও ২৬ জন। বুধবার (৫ জানুয়ারি) ঝাড়খণ্ডের পাকুর জেলার গোবিন্দপুর-সাহিবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Islami Bank

জানা গেছে, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ থেকে দেওঘরের যশিডির উদ্দেশে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। ঘন কুয়াশার কারণে উল্টোদিক থেকে আসা ট্রাকটির সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুরো বাসটিই দুমড়ে মুচড়ে যায়। পরে গ্যাস কাটার ব্যবহার করে ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে পুলিশ ও উদ্ধারকারী দল।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুতগতিতে চলছিল। কিন্তু পুরো রাস্তা ঘন কুয়াশায় ঢেকে থাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকটির। তবে আরও বড় বিপত্তি হতে পারত, কারণ ট্রাকটি গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। সেগুলোর বিস্ফোরণ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

one pherma

পাকুর জেলার সিভিল সার্জন ড. আরডি পাসওয়ান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ আনা হয়েছে। আহতের সংখ্যা ২৬, তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।’

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে পাকুরের একাধিক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইবাংলা /টিপি/৬ জানুয়ারি, ২০২২

Contact Us