ঢাকা আলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব জায়গায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাঁধা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধের ঘোষণা দিয়েছে মাদ্রাসা প্রশাসন।এমন ঘোষণার প্রতিবাদে সকাল থেকেই আন্দোলনে নেমেছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা।

Islami Bank

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১২টা থেকে মাদ্রাসার আল্লামা কাশগরী হলের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন অনাবাসিক ও আবাসিক শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় চার একর জমি নিয়ে নির্মিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল এবং ক্যাম্পাসের নাম মাত্র দুটো ভবন ছাড়া সকল মাঠ এবং ভূমি ইতোমধ্যেই বেদখল হয়ে গিয়েছে।

সর্বশেষ হলের সীমানা প্রাচীর এর মধ্যে অবস্থিত প্রধান হল সুপার এবং সহকারি হল সুপারের বাসভবন ভেঙে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যেই হল সুপারের বাসভবনের উপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ব্যানার লাগানোর চেষ্টাও করা হয়েছে। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদ করায় প্রশাসন তাদের ওপর চড়াও হয়েছে।

one pherma

নিজ ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠানের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাঁধা দেওয়ায় ফলশ্রুতিতে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ও হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে এই নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা করছেন তারা।

ইবাংলা /  নাঈম/ ০৬ জানুয়ারি, ২০২২

Contact Us