শীতে জয়ার খুব কষ্ট হচ্ছে!

বিনোদন ডেস্ক

জয়া আহসান, প্রথম বাংলাদেশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পাওয়া ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। দুই বাংলায় জনপ্রিয় এই বিউটি কুইন। জয়ার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে। নগরে শীত নেমেছে অনেক আগেই। দিনে মোটামুটি সহনীয় তাপমাত্রা থাকলেও রাতে সেটা হাড় কাপানোর পর্যায়ে পৌঁছায়।

Islami Bank

তবে ঢাকার চেয়ে ভারতের কলকাতায় শীতের তীব্রতা অনেক বেশি। আর তাই শীতে কষ্ট পাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান।সিনেমার কাজের সুবাদে জয়া বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘কালান্তর’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। হরদম শুটিংয়ের মাধ্যমে শেষ হবে এর কাজ।

জয়া জানান, প্রতিদিন ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বাইরে থাকতে হয় তাকে। ৯টার মধ্যে বাসায় ঢুকে যান। কারণ কলকাতায় রাতের লকডাউন চলছে। রাতের সময়টা বাসায় থাকলেও শীতের তীব্রতা টের পাচ্ছেন ভালোভাবেই।

one pherma

তার ভাষ্য, ‘ঢাকার চেয়ে এখানে প্রচণ্ড শীত। খুব কষ্ট পাচ্ছি। আমার বাসাটাও খুব ঠান্ডা। গরমে আরাম করলেও শীতে একেবারে জমে যাই। ঠান্ডা আমি সহ্যই করতে পারি না! রোজ রোজ সাত সকালে শুটিংয়ে যাওয়া, খুব কষ্ট।’

ইবাংলা /  নাঈম/ ০৭ জানুয়ারি, ২০২২

Contact Us