১৪তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আর এস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আর এস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন ১১ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।রাশেদ বিন খালিদ আরো বলেন, শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মজিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনের ভেতর থেকে বের হওয়া ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।মজিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে আগুনের ঘটনায় ভবনটিতে থাকা একটি অফিসে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসিসহ দুটি টেলিভিশনেরও অফিস রয়েছে।

ইবাংলা /  নাঈম/ ০৭ জানুয়ারি, ২০২২

Contact Us