দেশের বিভিন্ন জেলায় ১২৭ জনের মৃত্যু

ই-বাংলা ডেস্ক রিপোর্ট :

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরের ১০ জেলার ১২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) ই-বাংলার বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য এ চিত্রে এ হিসেব পাওয়া গেছে।

Islami Bank

এখন পর্যন্ত পাওয়া দশ জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরপরে ময়মনসিংহে-১৭, কুষ্টিয়ায়-১৭, চুয়াডাঙ্গায়-১০, সাতক্ষীরায়-১০, বরিশালে-১০, চট্টগ্রামে-৯, কুমিল্লায়-৭ জন এবং কিশোরগঞ্জে ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনের কাজ থেকে পাওয়া খবরে এ তথ্য মৃত্যুর এ পরিসংখ্যান জানা গেছে।

one pherma

এদিকে গতকাল (৭ জুলাই) সারাদেশে ২০১ জনের মৃত্যু হয়। শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ১৬২ জনে। যা অতিতের সব রেকর্ড ভেঙ্গে নতুন করে সর্বোচ্চ সংখ্যার রেকর্ড দেখেছে বাংলাদেশের মানুষ।

ই-বাংলা/ গ্রাম/ ই/ ৮ জুলাই, ২০২১

Contact Us