ভোরে রাজধানীর কসাইপট্টিতে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Islami Bank

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

one pherma

ইবাংলা /টিপি / ৮ জানুয়ারি

Contact Us