প্রথম নারী বিচারপতি নিয়োগ দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে নারী বিচারক নিয়োগ দিতে যাচ্ছে দেশটি। ৫৫ বছর বয়সী ওই বিচারপতির নাম আয়েশা মালিক। তাকে সুপ্রিম কোর্টের বিচারক করার পক্ষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিচারকদের পদোন্নতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ কমিশন ভোট দিয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

Islami Bank

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর নয় সদস্য বিশিষ্ট দল শীর্ষ আদালতে তার পদোন্নতি নিয়োগ নিশ্চিতকরণ প্রত্যাখ্যান করেছিল। এবারও তাকে সুপ্রিম কোর্টের বিচারক বানানোর বিরোধিতা করেছেন অনেক আইনজীবী ও বিচারকরা। তারা বলছেন, সিনিয়রদের তালিকা লঙ্ঘন করে তাকে এই নিয়োগ দেওয়া হচ্ছে। আয়েশা মালিক নিম্ন আদালতের শীর্ষ তিন প্রবীণ বিচারকের মধ্যে ছিলেন না।

one pherma

বেশ কয়েকটি আইনজীবী সংস্থার সদস্যরা এই নিয়োগ নিয়ে আদালতের কার্যক্রম বর্জন এবং ধর্মঘট করার হুমকি দিয়েছেন। তারা বলছেন, সুপ্রিম কোর্টের বিচারকদের মনোনয়নের জন্য নির্দিষ্ট যে মানদণ্ড রয়েছে এই ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে।

ইবাংলা /টিপি / ৮ জানুয়ারি

Contact Us