আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর সাপাহারের সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (৮ জানুয়রি) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীনের ছেলে।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) হাপানিয়া সীমান্ত দিয়ে চোড়াই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৮-১০ জন ব্যবসায়ী। শনিবার (৮ জানুয়ারি) ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ পিলারে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ তাদের লক্ষ্য করে গুলি চালান পান্নাপুর ৬৯ বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দীন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

one pherma

১৬ বিজিবি সাপাহার হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটা তারের প্রাচীর ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে।

ইবাংলা /টিআর / ৮ জানুয়ারি

Contact Us