শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে টিকায় জোর দেয়া হচ্ছে

ইবংলা ডেস্ক

সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে টিকা কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না।

Islami Bank

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। তাই সরকার আর নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

one pherma

শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় আনা সম্ভব হলেও প্রাথমিকের শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে তাদের নিয়ে উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, নতুন করে করোনা বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে আবার কবে চালু করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।

ইবাংলা /এইচ/ ৮ জানুয়ারি, ২০২২

Contact Us