বাণিজ্য মেলায় বেচাকেনা জমজমাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বাচলে চলমান ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিন শুক্রবার। ছুটির দিন হওয়ায় এদিন মেলায় দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রেতা সমাগম হওয়ায় বেচাকেনাও হয়েছে জমজমাট।

Islami Bank

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ আসতে থাকেন বাণিজ্য মেলায়। এবার পূর্বাচলে মেলার আয়োজন করায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ-গাজীপুরসহ আশপাশের জেলা থেকেও আসছেন ক্রেতা-দর্শনার্থীরা।

মেয়ার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার ভিড় বেশি হবে। এ জন্য আগেভাগেই ২২৬টি স্টলের মধ্যে অধিকাংশ স্টলের কাজ শেষ করা হয়েছে। বাকি স্টলগুলো ৩-৪ দিনের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে।

এদিকে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের অভিযোগ, ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলামুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে এশিয়ান হাইওয়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বাণিজ্য মেলায় আসতে ও যেতে সবাইকে পোহাতে হচ্ছে নিদারুণ দুর্ভোগ।

one pherma

নরসিংদী থেকে আসা শেখ সাদী বলেন, বাণিজ্য মেলার পরিবেশ খুবই ভাল। তবে সড়কের বেহাল দশার কারণে যানজটে ভুগতে হয়েছে। এছাড়া মেলার ভেতরের খাবার হোটেলগুলোতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। অধিকাংশ হোটেলের খাবার আমাদের সাধ্যের বাইরে। এ বিষয়গুলো সংশ্লিষ্টদের নজরে আনা জরুরি।

নারায়ণগঞ্জের কাঞ্চন থেকে আসা তানজিলা আক্তার বলেন, এত বড় পরিসরে বাণিজ্য মেলা হচ্ছে অথচ স্টল খুবই কম। এছাড়া যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় পড়তে হচ্ছে যানজটে, গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। মেলার স্টলে ছিলেন যমুনা ইলেক্ট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ছুটির দিনে বাণিজ্য মেলা ভালো জমে। পণ্যে ছাড় পেলে ক্রেতারা আকৃষ্ট হন। এবার আমরাই প্রথম ডিসকাউন্ট দিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা করছি।

বাণিজ্য মেলার পরিচালক ও বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, পূর্বাচলের এ ভেন্যু নতুন। এ বছর প্রথম মেলা আয়োজন করা হয়েছে। এ কারণে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। আগামীতে ক্রেতা-দর্শনার্থী ও ব্যবসায়ীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না।

ইবাংলা /  নাঈম/ ০৮ জানুয়ারি, ২০২২

Contact Us