আপিল বিভাগের নবনিযুক্ত ৩ বিচারপতি শপথ নিলেন

আদালত প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতির মধ্যে শপথ নিলেন তিন বিচারপতি। রোববার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান।

আরও পডুন: আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। শপথ নেওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি  শপথ নিতে পারেননি। এর আগে শনিবার ৯জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

ইবাংলা / টিআর / ৯ জানুয়ারি

Contact Us