পাবনায় ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি, পাবনা

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার পুটিগারা নামক স্থানে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানচালক রবিউল ইসলাম (৭০) আতাইকুলা থানার পুটিগারা গ্রামের তারুণ প্রামাণিকের ছেলে ও আব্দুল মোমিন মিয়া (৫০) একই এলাকার পোহাই খার ছেলে।

Islami Bank

আতাইকুলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কাশেম জানান, সকালে ভ্যানচালক রবিউল আরোহী মোমিনকে নিয়ে তার ভ্যান গাড়িতে করে পাশের একটি রাইস মিলে ধান ভাঙাতে যাচ্ছিলেন। তারা পুটিগারা নামকস্থানে পৌঁছালে হঠাৎ ভ্যানটি ভেঙে রাস্তায় পড়ে যায়।

one pherma

এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মোমিন মারা যান।পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। আতাইকুলা থানার ওসি জালাল উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ইবাংলা / টিআর / ৯ জানুয়ারি

Contact Us