ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক

বাস্তুচ্যুতদের একটি শিবিরে বিমান হামলায় ইথিওপিয়ার তিগ্রেতে নিহত হয়েছেন অন্তত ৫৬ জন। আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার তিগ্রের উত্তর পশ্চিমে ইরিত্রিয়ার সীমান্তের কাছে দেদেবিত শহরে এক শরণার্থী শিবিরে হামলার পর হতাহতের এ ঘটনা ঘটে।

Islami Bank

শুক্রবার দেশটির বেশ কয়েকজন বিরোধী নেতার মুক্তি ও রাজনৈতিক বিরোধীদের সাথে সরকারের সংলাপ শুরুর আশ্বাস দেয়ার একদিনের মাথায় এ হামলা হল। তবে এখোনও কেউ এই হামলার দ্বায় স্বীকার করেনি। তিগ্রে বিদ্রোহীদের সাথে সরকারের ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের পরিণত করা হচ্ছে লক্ষ্যবস্তুতে।

one pherma

এ বিষয়ে ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে ও সরকারের মুখপাত্র লেগেসে টুলু তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী আবে আহমেদের নারী মুখপাত্র বিলেন সেয়ুমও মন্তব্য করার অনুরোধে কোনো সাড়া দেননি।

ইবাংলা /টিপি / ৯জানুয়ারি

Contact Us