চলন্ত ট্রেনের চাকায় আগুন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনে চলন্ত অবস্থায় চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখতে পেয়ে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে তাকে থামানো হয় এবং মেরামতের কাজ শেষে আবার ট্রেনটি গন্তব্যে ছুটে যায়। তবে কোন দুর্ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার।

রোববার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এলে ট্রেনটির চাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এপথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার জানান, ট্রেনটির ব্রাশ বিয়ারিংয়ের ভেতরে ঝুট ও তেল আছে। গাড়ি চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে তার মধ্যে আগুন লেগে যায়। সকাল পৌনে ১০টার দিকে মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে প্রবেশ করছিল।

এসময় ওই ট্রেনের একটি চাকা গরম হয়ে গিয়ে (হটএক্সেল) তাতে আগুন লাগে। ওই মালবাহী ট্রেনেই মেরামতের স্টাফ ছিল। স্টাফরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে মেরামতের কাজ করে। দেড় ঘণ্টা মেরামতের কাজ শেষে ট্রেনটি গন্তব্যের দিকে ছেড়ে যায়। এতে ওই পথ দিয়ে ট্রেন চলাচলের কোন সমস্যা হয়নি।

ইবাংলা / টিআর / ৯ জানুয়ারি

Contact Us