ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ত্রিশালের সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)।

Islami Bank

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে।

one pherma

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

ইবাংলা /  টিআর / ১৪ জানুয়ারি

Contact Us