চলতি মাসের শেষ দিকে ও ফেব্রুয়ারির শুরুর দিকে কাতার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেটিকে সামনে রেখে দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
ঘোষিত এই দলে ফিরেছেন ৩৮ বছর বয়সী দানি আলভেস। এর আগে ইনজুরির কারণে কোপা আমেরিকা খেলা হয়নি বার্সা তারকার। তবে দলে রাখা হয়নি পিএসজি ফরোয়ার্ড নেইমারকে। ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে আছেন তিনি।
আগামী ২৭ জানুয়ারি ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে ব্রাজিল। ১ ফেব্রুয়ারি নিজ মাঠে প্যারাগুয়েকে স্বাগত জানাবে তিতের দল।
এক নজরে ব্রাজিল দল: গোলকিপার: আলিসন, এডারসন ও ওয়েভারটন।ডিফেন্ডার: এমারসন রয়েল, দানি আলভেজ, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেল্লেস, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, থিয়াগো সিলভা ও এডার মিলিতাও।
মিডফিল্ডার: কাসেমিরো, ফ্যাবিনিয়ো, ফ্রেড, গার্সন, ব্রুনো গুইমারায়েস, ফিলিপ্পে কৌতিনিয়ো ও লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড: রাপিনহা, অ্যান্তনি, রোদ্রিগো, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, গাবিগোল, ম্যাথিউসন কুনহা ও ভিনিসিউস জুনিয়র। উল্লেখ্য, কাতার বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত করে রেখেছে ব্রাজিল।
ইবাংলা / নাঈম/ ১৫ জানুয়ারি, ২০২২