করোনা : দেশে শনাক্ত ১০ লাখ ও মৃত্যু ১৬ হাজার ছাড়াল
ই-বাংলা ডেস্ক রিপোর্ট :
অতীতের সকল রেকর্ড ভেঙে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসেিএকদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪ জনে। গত ১৩ দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ। এর আগে গত ৭ জুলাই দেশে সর্বোচ্চ ২০১ জন মারা গিয়েছিল। বাংলাদেশে এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৬১৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৩২৪ জনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের ৪৮৯তম দিনে এসে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫৪৩ জনে।
শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০.৯৫ শতাংশ। আর পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৪.৪৯ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। সে হিসেবে দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ।
৮ জুলাই সকাল ৮টা থেকে ৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৬ হাজার ৪ জনের মধ্যে ১১ হাজার ২৫৪ জন পুরুষ এবং ৪ হাজার ৭৫০ জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ২১২ জনের মধ্যে ৯০ জনই ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৭ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জনের করোনায় মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গেল ২৪ ঘন্টায় বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ফের ঢাকাকে টপকে সাবার উপরে খুলনা বিভাগ। এ বিভাগে মৃত্যু হয়েছে ৭৯ জনের। ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, , রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন এবং বরিশাল বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪০ লাখ ২৮ হাজার ৯০২ জনের। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। বিপরীতে সারা বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৭ কোটি ৫ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।
ই-বাংলা/ আইএফ/ ৯ জুলাই, ২০২১