বাংলা গানে নুসরাতের ঝড় (ভিডিও)

বিনোদন ডেস্ক

পার্লামেন্ট থেকে পার্সোনাল জীবন সবেতেই চর্চার উদ্ধে থাকেন তিনি। যার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা শেষ নেই মানুষের। তিনি আর কেউ নন টলিউডের বিখ্যাত অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি মা হওয়া এই অভিনেত্রী কে পড়তে হয়েছে নানা চর্চার মুখে।

Islami Bank

কিন্তু এত মানুষের কটাক্ষকে পাত্তা দেননি অভিনেত্রী তাইতো সন্তান জন্ম দেওয়ার কিছুদিনের মধ্যেই আবার কামব্যাক করেছেন কাজে। সকলকে অবাক করে দিয়ে মা হবার ৫ মাসের মধ্যেই উপহার দিতে চলেছেন একটি আইটেম সং।

সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মিউজিক ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন “কামিং সুন”। গানটির নাম নাচ ময়ূরী নাচ। বাবা যাদব এর নির্দেশনায় নাচটি করেছেন তিনি। মা হবার ৫ মাসের মধ্যেই তার এমন আইটেম সংয়ের নাচ অবাক করে দিয়েছে নেটিজেনদের। এত স্বল্প সময়ে মেদ ঝরিয়ে আবার ফর্মে ফিরে আসা এই অসাধ্য একমাত্র তার পক্ষেই সম্ভব বলে মনে করছেন একাংশ।

one pherma

ভিডিওটি কবে আসছে তার বিষয় জানা না গেলেও, সকলে অপেক্ষা করছে তার এই মিউজিক অ্যালবাম রিলিজের জন্য। সকলে তার এমন কাজকে প্রশংসিত করে সাধুবাদ জানিয়েছে। সন্তানকে সময় দিয়ে মানুষ করার পাশাপাশি নিজেকে মেনটেন করে এই স্বল্প সময়ে আবার কাজে কামব্যাক করেছেন এই সুইট সিক্সটিন মাম্মা।

Contact Us