প্রথম মা হওয়ার ১২ বছর পর জমজ ৫ শিশুর জন্ম দিয়েছে সৌদি নারী

ইবাংলা ডেস্ক

সৌদি আরবের ৩৪ বছর বয়সী সৌদি মহিলা, যিনি দীর্ঘ ১২ বছর আগে মা হয়েছিলেন। দেশটির সেখানকার একটি মেডিকেল টিমের সহায়তায় তাবুকের উত্তর পশ্চিমাঞ্চলের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে শিশুদের জন্ম দিয়েছেন।

Islami Bank

স্থানীয় সংবাদপত্র সাবকের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে। শিশুদের ওজন ৯৫০ থেকে ১১০০ গ্রামের মধ্য,উক্ত নারী এবং তার শিশুদের স্বাস্থ্য ভালো বলে জানা গেছে।গর্ভাবস্থার ২৮তম সপ্তাহে শিশুদের জন্ম হয়।

one pherma

সৌদি আরব হল সবচেয়ে জনবহুল আরব উপসাগরীয় দেশ,যেখানে ১০.৫ মিলিয়ন বিদেশী নাগরিকসহ মোট ৩৪.৮ মিলিয়ন জনসংখ্যার বসবাস।

ইবাংলা /এইচ/ ১৫ জানুয়ারি, ২০২২

Contact Us