ভোটকেন্দ্রে গাঁজাসহ এজেন্ট আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে। আটককৃত ফাহাদ বিন ইকবাল (১৮) সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

Islami Bank

স্থানীয় সূত্র জানায়, আটককৃত যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সে ভোট কেন্দ্রের ভিতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।

one pherma

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গণমাধ্যম কর্মিদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

ইবাংলা /টিআর /১৬ জানুয়ারি

Contact Us