আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমবারের মত বরিশালের হয়ে খেলতে নেমেই শিরোপা জিততে চান সাকিব। ট্রফি নিয়ে বরিশালবাসীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
ফরচুন বরিশালের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় সাকিব ট্রফি জয়ের লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলবো। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ, আমি খুবই উৎফুল্ল। সর্বোচ্চ চেস্টা থাকবে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।
বরিশালের হয়ে খেলতে নামার আগে দক্ষিনের জেলাটিতে যাওয়ার ইচ্ছে ছিল সাকিবের। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। সাকিব বলেন, আন্তরিকভাবে দুঃখিত, কোভিড যেভাবে হঠাৎ করে বেড়ে যাচ্ছে সবার জন্যই তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এ কারনেই যাওয়া হয়নি (বরিশাল)। তা নাহলে অবশ্যই যেতাম।
তিনি আরো বলেন, যেতে পারলে আমারও ভালো লাগতো। যাওয়ার খুব ইচ্ছে ছিল, সবার সাথে দেখা হবে। কিন্তু দুভার্গ্যক্রমে হলো না। আমি আশা করবো, আপনারা দূর থেকে আমাদের সাপোর্ট করবেন। ট্রফিটা নিয়ে আপনাদের সাথে দেখা করবো।
তিনি যোগ করেন, এই দল নিয়ে আমি খুবই খুশি। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ একটি দল হয়েছে। প্রতিটি দলই আসলে ভালো। আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
ইবাংলা / নাঈম/ ১৬ জানুয়ারি, ২০২২