টাটা সাফারি ডার্ক এডিশন বাজারে আসছে

ইবাংলা ডেস্ক

গাড়িপ্রেমীদের জন্য টাটা মোটরস তাদের নতুন মডেলের টাটা সাফারি ডার্ক এডিশন বাজারে ছাড়ছে আজ। এরই মধ্যে গাড়িটির একটি ভিডিও টিজার সামনে আসতে না আসতেই গাড়িপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে এটি। এই গাড়ির কালো রঙে আভিজাত্য ফুটে উঠেছে দারুণভাবে।

Islami Bank

কোম্পানির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ১৬-সেকেন্ডের ভিডিওতে গাড়ির সামনের বনেটটি দেখানো হয়েছে। অন্যান্য ডার্ক এডিশনের মতোই টাটা সাফারি ডার্ক এডিশনেও কালো-আউট ফ্রন্ট গ্রিল রয়েছে। তবে ডার্ক এডিশনের আদলে টাটা সাফারিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক অনেক পরিবর্তন দেখা যেতে পারে।

টাটা সাফারি ডার্ক এডিশনের ডিজেল ইঞ্জিনটি ১৬৮ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়াও এতে ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে।

one pherma

টাটা ইতোমধ্যে ডার্ক এডিশন চালু করেছে, যার মধ্যে রয়েছে টাটা আলট্রোজ ডার্ক এডিশন, টাটা নেক্সন ডার্ক এডিশন, টাটা নেক্সন ইভি ডার্ক এডিশন। টাটা সাফারি গাড়িটি হুন্ডাই আলকাজার, মাহিন্দ্রা এক্সইউভি৭০০, এমজি হেক্টর প্লাস এবং আসন্ন এমপিভি গাড়ি কিয়া কারেন্স এমপিভির সঙ্গে প্রতিযোগিতা করবে।

ইবাংলা /টিপি /১৭ জানুয়ারি

Contact Us