করোনায় আক্রান্ত ন্যান্সি

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।

Islami Bank

তবে ন্যানসির স্বামী মহসীন মেহেদী, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত সুস্থ আছেন। তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ নাই। উপসর্গ দেখা দিলে তাদেরও করোনা টেস্ট করা হবে বলে জানান এই গায়িকা।

one pherma

সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানিয়েছেন ন্যানসি। এর আগে ২০২১ বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগে তার দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা।

ইবাংলা /টিপি/ ১৯ জানুয়ারি, ২০২২

Contact Us