২৪ বাড়িতে লাল পতাকা

ইবাংলা ডেস্ক

করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (১৯ জানুয়ারি) ২৪টি বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে বলে জানান রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু।

Islami Bank

তিনি জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণরোধে মাস্ক পরিধান নিশ্চিতকল্পে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে জেলা প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

one pherma

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু, অঞ্জন কুমার দাশ ও তাহমিদা আকতার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। এনডিসি জানান, করোনা সংক্রমণ রোধকল্পে এবং জনগণকে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা/ এইচ/ ১৯ জানুয়ারি, ২০২২

Contact Us