করোনাকালিন বিধিনিষেধ প্রত্যাহার করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র সংক্রমণশীল ওমিক্রন বিশ্বজুড়ে তান্ডব চালালেও সেই সংক্রমণ বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রায় প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। বুধবার প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে প্ল্যান বি’র বিধিনিষেধ কার্যকর থাকবে না।

Islami Bank

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাজ্য। একই সঙ্গে ঘরে থাকার পরামর্শ, মাস্ক পরা ও টিকার সনদ প্রদর্শণের বিধি জারি করা হয়। ওমিক্রনের বিস্তারে রেকর্ড সংখ্যায় মানুষ আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি ও মৃত্যু সমানুপাতে বাড়েনি। মূলত ব্রিটেনে বুস্টার ডোজ প্রয়োগ এবং ভ্যারিয়েন্টটি কম ভয়াবহ হওয়ার কারণে এমনটি ঘটে।

বুধবার (১৯ জানুয়ারি) পার্লামেন্টে ভাষণ দেন বরিস জনসন। ভাষণে তিনি প্ল্যান বি-এর পরের পদক্ষেপ ঘোষণা করেন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে প্ল্যান বি’র বিধিনিষেধ ইংল্যান্ডে প্রত্যাহার করা হবে।
ওমিক্রন ঠেকাতে সরকারের প্ল্যান বি বাস্তবায়নের ফলে বুস্টার ডোজ প্রয়োগের সময় পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি বাস্তবান করেছি।

one pherma

জনসন দাবি করেন, এই ভারসাম্যমূলক প্রবণতার কারণে সরকারকে অর্থনীতি বন্ধ ঘোষণা করতে হয়নি। কঠিন সময়ে এই সরকার সঠিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে সংক্রমণের মাত্রা কমছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন ওমিক্রন ঢেউ জাতীয়ভাবে চূড়ায় পৌঁছে গেছে।

তিনি জানান, তবে নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের কিছু এলাকায় এখনও চাপ রয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি স্থিতিশীল আছে। তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে প্ল্যান এ কার্যকর করার।

ইবাংলা/ টিপি/ ২০জানুয়ারি, ২০২২

Contact Us