করোনামুক্ত ফখরুলসহ বাসার সবাই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার বাসার অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস।

Islami Bank

মো. ইউনুস জানান, বাসার সবাই করোনা পরীক্ষার জন্য বুধবার (১৯ জানুয়ারি) দিয়েছিলেন। ওই দিন রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে করোনা নেগেটিভ হলেও স্যার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) শারীরিকভাবে এখনো অনেক দুর্বল। এজন্য ডাক্তার আরো কয়েকদিন স্যারকে বিশ্রামে থাকতে বলেছেন।

one pherma

এর আগে গত ১১ জানুয়ারি বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা ভাইরাস পজেটিভ হন। আক্রান্তের পর উত্তরার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তারা। পরে গত ১৪ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীর পর তার বাসায় অবস্থানরত কন্যা, ছোট ভাই, কাজের লোকসহ সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত হন।

ইবাংলা/ টিআর / ২০জানুয়ারি

Contact Us