সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতেরা সবাই একই পরিবারের সদস্য।

Islami Bank

নিহতদের নাম আবদুর রহমান (৬০), তাঁর মেয়ে শারমিন বেগম (৩৮) এবং মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। দুর্ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) এবং অটোরিকশাচালক রফিক (৪২) আহত হয়েছে।

পুলিশ বলেছে, শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি বাস। এতে তিন জন নিহত হন। নিহতদে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।

one pherma

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

ইবাংলা/ টিআর/ ২১ জানুয়ারি

Contact Us