দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৯২ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন রোগী। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ৬১৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে।

Islami Bank

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ৪ জনের মৃত্যু এবং ১০ হাজার ৮৮৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৫ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ১৩৪ জনের।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ।

one pherma

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইবাংলা /  নাঈম/ ২১ জানুয়ারি, ২০২২

Contact Us