ফেল থেকে পাস ২৪৯ জন

জেলা প্রতিনিধি,বরিশাল

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বোর্ড কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

Islami Bank

এতে নতুন করে ৩০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। অপরদিকে আগের ফলে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণে ২৪৯ জন পরীক্ষার্থী পাস করেছে। পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ৬ হাজার ১৩৯ টি আবেদন করে।

one pherma

এর মধ্যে পুনর্নিরীক্ষণে ৩৯২ জনের ফল পরিবর্তন হয় বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

ইবাংলা/ টিআর/ ২১ জানুয়ারি

Contact Us