ইউপি নির্বাচনে শ্রীমন্তপুরে নৌকার পথসভা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের নৌকার মাঝি জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এর সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

মোটরসাইকেল শোডাউন চকসীতা বাজার থেকে আরম্ভ করে, শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর, বটতলী, শালবাড়ি, ডাঙ্গাপাড়া, রামকুরা ও কামারপাড়া এসে সমাপ্ত হয়ে, কামারপাড়া বাজারে পথসভা ও মতবিনিময় করেন।

পথসভায় আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সমর্থনে উপস্থিত ছিলেন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি মনে করেছিলাম কিছু মোটরসাইকেল নিয়ে কামারপাড়া বাজারে নির্বাচনী প্রচারণা করব, কিন্তু আমি কিছু মোটর সাইকেল নিয়ে বের হওয়ার পর প্রায় ৫০০ মোটরসাইকেল এসে যোগ দিলো আমার পেছনে, আমরা যেখানে যাচ্ছি আমাদের হাততালি দিয়ে লোকজন সাধুবাদ জানাচ্ছে, তাই আমি মনে করি আগামী ৩১ তারিখে জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকাবাসী জয়যুক্ত করে নৌকার বিজয় মহাবিজয় পরিণত হবে ইনশাআল্লাহ।

one pherma

৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিব বলেন, আমি আমার ইউনিয়নের যেখানেই গিয়েছি সেখানে দেখেছি নৌকার ঢল, আগামী নির্বাচনে মানুষ নৌকার প্রতি আস্থাশীল, নৌকায় ভোট দেবে এবং নৌকার প্রার্থী ৩১ জানুয়ারি বিপুল বিপুল ভোটে বিজয়ী হবে আমি আশা করি ইনশাআল্লাহ।

ইবাংলা/ টিআর/ ২২ জানুয়ারি

Contact Us