ফেসবুকে মৃত দেখাচ্ছে তসলিমা নাসরিনকে!

সোশ্যাল মিডিয়া ডেস্ক

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের সোস্যাল মিডিয়া ফেসবুকে থাকা ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে কর্তৃপক্ষ।সাধারণত কোন ব্যবহারকারীর মৃত্যুতে অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর তাসলিমার অ্যাকাউন্টে ঢুকতে গেলে ‘রিমেম্বারিং’ দেখা গেছে।

Islami Bank

ফেসবুক কর্তৃপক্ষ তার প্রোফাইলে লিখেছে: আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

one pherma

ধারণা করা হচ্ছে: নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেন ভারতে বাস করা এ লেখিকা। ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে মৃত দেখাতে শুরু করেছে ফেসবুক।

ইবাংলা /  নাঈম/ ২২ জানুয়ারি, ২০২২

Contact Us