মুসলিম উম্মার পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

নিজস্ব প্রতিবেদক :

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Islami Bank

এর আগে, ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান জিলহজ মাসের চাঁদ দেখার কথা বলেন। তিনি জানান, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।’

সৌদি আরবে ২০শে জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে শুক্রবার রাতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

১৯ জুলাই হবে আরাফাতের দিন। করোনার কারণে চলতি বছরও বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। এবার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত মোট ৬০ হাজার মানুষকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

one pherma

সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয় তার পর দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয় । সে হিসাবে আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বীরা।

ই-বাংলা/ আইএফ/ ১১ জুলাই, ২০২১

Contact Us