প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ে ফিরলো চেলসি। আট মিনিটের এক ঝড়ে টটেনহ্যাম হটস্পারকে হতাশায় ডুবালো টমাস টুখেলের দল। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার (২৩ জানুয়ারি) রাতে এ ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্লুজরা। ম্যাচে বল দখল থেকে শুরু করে শটেও এগিয়ে ছিল চেলসি। ৬৫ ভাগ বল দখলে রেখে ১৫টি শট নেয় তারা, যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৬ শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে টটেনহ্যাম। কিন্তু গোলের দেখা পায়নি।
এই মৌসুমে চারবারের দেখায় প্রতিবারই চেলসির কাছে হার দেখলো টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে এ নিয়ে দুইবার আর লিগ কাপে তারা হেরেছে দুই লেগের সেমিফাইনালে। রোববার (২৩ জানুয়ারি) রাতের ম্যাচে প্রথমার্ধে চেলসি বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
৪৭ মিনিটে হাকিম জিয়েচ এগিয়ে দেন চেলসিকে। হাডসন-ওডোইয়ের পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে পোস্টের ওপরের কোণা দিয়ে জাল কাঁপান মরক্কোর এই মিডফিল্ডার। আট মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। ৫৫তম মিনিটে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ হেডে গোল তুলে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
এতে ২৪ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্টে এক নম্বরে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে টটেনহ্যাম।
ইবাংলা / নাঈম/ ২৪ জানুয়ারি, ২০২২