মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু

ইবাংলা ডেস্ক

চার দিন আগে পুরান ঢাকার হাজারীবাগের বাসিন্দা ৬২ বছর বয়সী আনোয়ার হোসেনের করোনা শনাক্ত হয়। এর পর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

Islami Bank

সোমবার (২৪ জানুয়ারি) সকাল থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় আনোয়ার হোসেনের। অসুস্থ বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়ে ঝুমা আক্তার। সিএনজি চালিত অটোরিকশায় তারা হাসপাতালের উদ্দেশে রওনা হন। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় পথে থাকার পুরো সময়টা ঝুমা তার বাবাকে আগলে ধরে ছিলেন।

বেলা ১২টার দিকে হাসপাতালের সামনের লোকজনের সহায়তায় বাবাকে জরুরি বিভাগে নিয়ে যান ঝুমা। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার বাবা মারা গেছেন।

one pherma

ঝুমা জানান, তার বাবা দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। দুপুর ২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ঝুমা তার বাবার মরদেহ নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন।

ইবাংলা/ এইচ/ ২৪ জানুয়ারি, ২০২২

Contact Us