ফের মৃত্যু ১৫, আক্রান্ত ১৬ হাজার ছুঁই ছুঁই

ইবাংলা ডেস্ক

বিশ্বমহামারি করোনাভাইরাসে দেশে গত একদিনে ফের ১৫ জনের মৃত্যু হয়েছে। আর নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৮ জন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জন। আর এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে।

Islami Bank

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (২৬ জানুয়ারি) ১৭ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৫২৭ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

one pherma

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৪২৫টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১০ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ ও চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। এ ছাড়াও রাজশাহীতে ২, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

ইবাংলা/ ই/ ২৭ জানুয়ারি, ২০২২

Contact Us