ভোটগ্রহণ চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির

বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে এফডিসি প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে।

Islami Bank

৪শ ২৮ জন ভোটার এই নির্বাচনে ভোট দিবেন। নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছে কাঞ্চন-নিপুণ প্যানেল।

শিল্পী, সাধারণ মানুষ এবং সিনেমার কথা ভেবেই নির্বাচনে অংশ নিয়েছেন কাঞ্চন, এমনটাই বলছেন এই অভিনেতা। পূর্ণ প্যানেল পাশ করবে বলেও আশা রাখেন কাঞ্চন -নিপুণ।

শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষ্যে বর্নীল সাজে সেজেছে এফডিসি। একদিকে, হ্যাট্রিক বিজয়ের আশা করছেন মিশা জায়েদ প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে ক্ষমতার পালাবদল হবে বলেই বিশ্বাস করছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের প্রার্থীরা। সব মিলিয়ে টান টান উত্তেজনায় ভরা এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে সারা দেশের চলচ্চিত্র প্রেমীরা।

দু’টি সহ-সভাপতি পদে কাঞ্চন-নিপুণ পরিষদের প্রার্থী চিত্রনায়ক রিয়াজ ও ডি এ তায়েব। অন্যদিকে এই দুই পদে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও খলচরিত্রের অভিনেতা ডিপজল।

one pherma

সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে লড়ছেন কাঞ্চন-নিপুন পরিষদের যথাক্রমে সায়মন ও শাহনূর। এই দুই পদে মিশা-জায়েদ পরিষদের প্রার্থী যথাক্রমে সুব্রত ও আলেকজান্ডার বো।

১১টি কার্যনিবার্হী সদস্য পদের জন্য নির্বাচনে লড়ছেন ২৪ জন। তারা হলেন- অঞ্জনা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানা শাহ, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, হরবোলা, রোজিনা, শাকিল খান, সুচরিতা, সাংকুপাঞ্জা, সীমান্ত ও হাসান জাহাঙ্গীর।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

ইবাংলা/ ই/ ২৮ জানুয়ারি, ২০২২

Contact Us