করোনায় মৃত্যু ২০, শনাক্ত সাড়ে ১৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত‌্যু এবং ১৫ হাজার ৮০৭ জনের শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ‌্য অধিদফতর।

এর আগে, বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত‌্যু হয়। তখন করোনায় মোট মৃত্যু দাঁড়ায় ২৮ হাজার ২৭৩ জনে। ঐ সময়ে ৪৯ হাজার ৭৩টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৫ হাজার ৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। নমুনা পরীক্ষার হিসাবে তখন শনাক্তের হার ছিল ৩১.৬৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ইবাংলা /  নাঈম/ ২৮ জানুয়ারি, ২০২২

Contact Us