৭২ঘন্টা পর কান থেকে বের হলো তেলাপোকা!

আজব ডেস্ক

মানুষের শরীরে পরজীবীর বাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেসব পরজীবীর মধ্যে কোনোভাবেই তেলোপোকা পড়ে না। শরীরে তেলাপোকা উড়ে এসে পড়লেই ঘুম হারাম হয়ে যায় অনেকের। অথচ এই ব্যক্তি শরীরে জ্যান্ত তেলাপোকা নিয়েই ঘুরেছেন টানা তিনদিন!

Islami Bank

নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের বাসিন্দা জেন ওয়েডিং নামে এক ব্যক্তির কানে অস্বস্তি হওয়ায় তিনি ভেবেছিলেন তার কানে পানি ঢুকেছে।

অবশ্য জেনের সেই ধারণা বেশিক্ষণ ধোপে টেকেনি। কারণ কানের ভেতর কোনো কিছুর নড়াচড়া অনুভব করেন তিনি। এরপর ভয় পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হয় জেন। চিকিৎসক তাকে অ্যান্টিবায়োটিক দেন এবং হেয়ারড্রায়ার দিয়ে কানের পানি শুকিয়ে ফেলতে বলেন। এরপরও কানের ভেতর নড়াচড়া অব্যাহত থাকায় অন্য চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন জেন।

ওই চিকিৎসক প্রথমে তাকে বলেন, তার কানে হয়তো টিউমার হয়েছে। কিন্তু পরীক্ষানিরীক্ষা করে জানান তার কানে কোনো পোকা থাকতে পারে।

one pherma

প্রথমে অবশ্য চিকিৎসকের কথা বিশ্বাসই করেনি জেন। এমনকি চিকিৎসকের কাছ থেকে ওই কথা শোনার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফও দেন তিনি।

এদিকে, চিকিৎসকও জেনের কান থেকে জ্যান্ত তেলাপোকা বের করে অবিশ্বাস নিয়েই তাকিয়ে ছিলেন। তিনি তার চিকিৎসক জীবনে এমন ঘটনা দেখেননি বলে জানিয়েছেন।

ইবাংলা /  নাঈম/ ২৯ জানুয়ারি, ২০২২

Contact Us