জায়েদ খানের ফাঁস হওয়া গোপন স্ক্রিনশটে যা আছে

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানের গোপন স্ক্রিনশট ফাঁস করেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া অভিনেত্রী নিপুণ। রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকে কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে প্রজেক্টরের মাধ্যমে জায়েদ খানের আলাপের কয়েকটি স্ক্রিনশট দেখান নিপুণ। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রজেক্টরে প্রদর্শন করা সেই স্ক্রিনশটের প্রথমেই লেখা, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন।অপর প্রান্ত থেকে উত্তর, ‌বেশ, তাদের সবাইকে এফডিসির গেইট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও। এক প্রান্ত থেকে লেখা, ভাইয়া হারুন ভাই বললো রিয়াজকে সরাতে হবে।

অপরপ্রান্ত থেকে লেখা, শুনো জায়েদ সব তোমার ইচ্ছামতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক বিকল্প উপায় বের করো। পরে জায়েদ খানের মন্তব্য, ভাইয়া আমি সব সেটিং করে রাখছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব।

আরেকটি স্ক্রিনশটে লেখা, বাট প্ল্যান ১০০ ভাগ সাকসেস হয়নি। অপরপ্রান্ত থেকে উত্তর, স্টে কুল।আবার আরেকজন, আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে। অপরপ্রান্ত থেকে উত্তর আসে, আই কল্ড দা টপ লেভেল। উত্তরে একজন, একটু তাড়াতাড়ি স্যার। অপরপ্রান্ত থেকে লেখা, আই সি হোয়াট ক্যান বি ডান।

এবার একজন, বাহিরে অনেক মানুষ, আমার নিরাপত্তা দরকার স্যার। উত্তর আসে, দ্য পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ। সো ডোন্ট ওরি।পরক্ষণেই উত্তর, আমি কি আপনাকে কল করব স্যার? অপর প্রান্ত থেকে লেখা, আই অ্যাম বিজি নাউ, ওয়েট টেন মিনিটস।উত্তর, আপনি আমার ভরসা স্যার। উত্তর আসে, ইউ কল মি ভাইবার।

পরে কী আলোচনা হয়, সেই প্রশ্ন সাংবাদিক সম্মেলনে তোলেন নিপুণ।এই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন নিপুণ। তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চন। তবে জায়েদ খান বলেছেন, ওই স্ক্রিনশট তার কথোপথনের নয় এবং সেটি সুপার এডিটেড।

ইবাংলা /নাঈম/ ৩১ জানুয়ারি, ২০২২

Contact Us