করোনার নানারকম নতুন ভ্যারিয়েন্টের কবলে পড়ে টালটমাল ক্রিকেট বিশ্ব। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে স্টেডিয়ামে কোনো দর্শক উপস্থিতি ছাড়াই মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত জাঁকজমকপূর্ণ টি-২০ টুর্নামেন্ট। তবে এমন অবস্থার মাঝেও দর্শক বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে, কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে মাঠে উপস্থিত থাকতে পারবেন ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ দর্শক। সোমবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
সেই প্রজ্ঞাপনে বলা হয়, রাজ্যের অভ্যন্তরে ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে যেকোনো ধরনের আউটডোর ও ইনডোর ইভেন্ট আয়োজন করা যাবে। আর এতেই প্রায় ৫০ হাজার ক্রিকেটপ্রেমীর সামনে মাঠে বসে ক্ষুদ্রতম সংস্করণের এই ক্রিকেট দ্বৈরথ উপভোগ করার সুযোগ এসেছে। আগামী ১৬ই ফেব্রুয়ারী কলকাতায় শুরু হবে স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের এই টি-২০ সিরিজ। আসন্ন এই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
রাজ্য সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) প্রধান অভিষেক ডালমিয়া। তিনি বলেছেন, ‘পুনরায় খেলাধুলা আয়োজন করার সুযোগ করে দেওয়ায় এবং মাঠে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ায় আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভারতের মোট ছয়টি ভেন্যুতে হওয়ার কথা ছিল একদিনের তিনটি ম্যাচসহ মোট ছয়টি সাদা বলের ম্যাচ। তবে করোনা প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে সূচিতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছয় ভেন্যুর পরিবর্তে দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সবকয়টি ম্যাচ। সবগুলো একদিনের ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে আহমেদাবাদ। তিন ম্যাচের সেই একদিনের সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি।
ইবাংলা /নাঈম/ ১ফেব্রুয়ারি, ২০২২