বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৪০ লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট :

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৬ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। নতুন এ সংখ্যা নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সাড়ে ৪০ লাখ ছাড়াল।

Islami Bank

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ৪০ লাখ ছাড়াল। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে ৬ হাজার ১৭৭ জনসহ এ পর্যন্ত বিশ্বে ৪০ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়া বিশ্বে মোট করোনা শনাক্ত ১৮ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। একদিনে শনাক্ত তিন লাখ ৭৭ হাজারের বেশি।

এদিকে ভারতে কমেছে সংক্রমণ ও মৃত্যু। সোমবার ভারতে মারা গেছে ৫৪৬ জন। একদিনে শনাক্ত ত্রিশ হাজারের বেশি। দিল্লিতে কোভিশিল্ডের স্বল্পতার কারণে আজ থেকে বন্ধ হতে যাচ্ছে বিভিন্ন টিকা দান কেন্দ্র।

one pherma

রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোড়িয়া জানিয়েছেন, আরো বেশ কিছুদিন টিকা দেয়া বন্ধ থাকতে পারে। ইরানে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কায় টিকা কার্যক্রম বাড়িয়েছে দেশটির সরকার।

ই-বাংলা/ আইএফ/ ১২ জুলাই, ২০২১

Contact Us