চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গোলাম কিবরিয়া, বরগুনা

দ্রুত বিচার আইনে দীর্ঘদিন পলাতক থাকায় চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. নাহিদ হোসেন এ আদেশ দেন। মোশাররফ হোসেন বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান।

Islami Bank

সূত্রে জানা যায়, গত বছরের ১২ জুন বেলা অনুমান ২টার সময় ওই ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামে নৌকা প্রতিকের প্রার্থী এম মজিবুল হক কিসলুর সমর্থকদের উপর হামলা করে ১৩টি মোটরসাইকেল ভাংচুর, একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও মজনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। নৌকার প্রার্থী বাদী হয়ে ১৩ জুন বরগুনা থানায় ১৩২ জনকে আসামি করে একটি মামলা করে। সেই মামলায় কিছু আসামি জামিনে গেলেও চেয়ারম্যান দীর্ঘদিন পলাতক ছিল।

মামলার বাদী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, আমার নির্বাচনী গণসংযোগ চলাকালিন সময় একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে মোটরসাইকেল ভাংচুর ও আমার কর্মী মজনুকে কুপিয়ে মারাত্মক জখম করে। মামলার বয়স ৬ মাস হলে তিনি কোর্টে হাজির হয়নি। চেয়ারম্যানের বিরুদ্ধে অপর একটি মামলা আছে। সেই মামলায় হাজির হলেও দ্রুত বিচার আইনে মামলায় হাজির না হয়ে পলাতক থাকে।

one pherma

অপর দিকে চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, পুলিশ চার্জশীটের পরে কোর্টে হাজির হতে পারিনি। যার কারনে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন আদালত।

ইবাংলা /এইচ / ১ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us