পদত্যাগ করেছেন সিএনএনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে পদত্যাগ করেছেন সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার । বুধবার (২ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সিএনএনের সিইও জেসন কিলার বলেন, ‘আমি জাকারের পদত্যাগপত্র গ্রহণ করেছি। গত ৯ বছরে সিএনএনে অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই।’

Islami Bank

ইমেইলে ওই নারী সহকর্মীর নাম উল্লেখ না করেই তিনি জানান, ওই নারীর সঙ্গে সম্প্রতি ঐ সম্পর্ক শুরু হয়। যখন শুরু হয় তখনই এটা বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা করিনি। আর এটা ভুল ছিল। ফল হিসেবে আমি আজ পদত্যাগ করছি।

জাকার ওই নারী কর্মীর পরিচয় না দিলেও সিএনএনের খবরে জানা যায়, বর্তমানে সিএনএনের বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করা ওই নারীর নাম অ্যালিসন গলাস্ট। তবে জাকার পদত্যাগ করলেও গলাস্ট তার পদেই কর্মরত থাকছেন।

one pherma

এদিকে গলাস্ট তার এক বিবৃতিতে জানান, আমি এবং জাকার প্রায় দুই দশক ধরে ভালো বন্ধু এবং সহকর্মী। তবে সম্প্রতি করোনার সময়ে আমাদের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিয়েছে।

জাকার এবং গলাস্ট ১৯৯৮ সালে সংবাদমাধ্যম এনবিসিতে প্রথম একসঙ্গে কাজ শুরু করেন। জাকার সেখান থেকে সিএনএনে যোগদানের পর গলাস্টকে সাথে নিয়ে আসেন। প্রায় দুই দশকেরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করছেন।

ইবাংলা/ টিপি/ ৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us