করোনায় মারা গেলেন বিচারপতি নাজমুল আহাসান

নিজস্ব প্রতিবেদক

শপথের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আপিল বিভাগে সদ্য পদন্নোতি পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে নাজমুল আহাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে।

Islami Bank

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত গণমাধ্যমকে জানান, করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন বিচারপতি নাজমুল আহাসান।সেখানে শুক্রবার সকালে মারা যান তিনি।

গত ৮ জানুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান পদোন্নতি পেয়ে আপিল বিভাগে নিয়োগ পান। এর আগে তিনি হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করেন। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন শপথ নিতে পারেননি নাজমুল আহাসান।

one pherma

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

ইবাংলা/ ই/ ৪ ফেব্রুয়ারি,২০২২

Contact Us