‘নিরাপত্তা নিশ্চয়তা’ ইস্যুতে পুতিন ও মাক্রোঁর আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল মাক্রোঁ ইউক্রেন উত্তেজনা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে মস্কোর দাবি নিয়ে আলোচনা করেন।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিন বার তারা বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বললেন। ক্রেমলিন এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)পশ্চীমা এ দুই সরকার প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি’র।
মস্কো জানায়, এ দুই নেতা ‘সার্বিক ইউক্রেন পরিস্থিতি’ এবং ‘দীর্ঘ-মেয়াদি’ নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে রাশিয়ার দাবি নিয়ে আলোচনা করেন। এ সময় পুতিন ‘কিয়েভ নেতৃত্বের উস্কানিমূলক বিভিন্ন বিবৃতি ও পদক্ষেপের ব্যাপারে আবারো মনোযোগ আকর্ষণ করেন।’
ইবাংলা/ ই/ ৪ ফেব্রুয়ারি,২০২২