টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক

ইবাংলা ডেস্ক

বৃষ্টি ও শীতের কারণে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অপরদিকে অসময়ের এই বৃষ্টিপাতে আলু ও সরিষার ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর অবধি বৃষ্টিপাত হয়েছে। বেড়েছে শীতের প্রকোপও।

হিলির ইসমাইলপুরের কৃষক ইসমাইল হোসেন বলেন, সাধারণত এ সময়ে এত পরিমাণ বৃষ্টিপাত হয় না। কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিপাতে আমাদের মতো কৃষকদের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। নিচু জায়গায় বোরোর বীজতলা করা হয়েছে সেটি ডুবে গেছে। আলুর জমিতে পানি জমেছে। বিঘাতে যে আলু একশ মন ফলন হওয়ার কথা বৃষ্টির কারণে আলু তোলা যাবে না, পচে যাবে। এর ওপর সরিষা বৃষ্টির জন্য সরিষা মাটিতে পড়ে গেছে।

রিকশাচালক মহসিন আলী বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ফলে রিকশা নিয়ে বের হলেও যাত্রী মিলছে না। সড়কে ও বাজারঘাটে মানুষজন নেই বললেই চলে। এ ছাড়া শীতও বাড়ছে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে গা-হাত-পা সিটকা লেগে যাচ্ছে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে বিশেষ করে আলু ও সরিষার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫/৭ কিলোমিটার। আজ সকাল ৯টা পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩০ দশমিক ৩ মিলিমিটার। দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইবাংলা/ এইচ/ ৪ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us